রামুর ডাকভাঙ্গা ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

রামুর ডাকভাঙ্গা ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন
রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ শিক্ষা প্রকল্পের উদ্যোগে এবং দাতা সংস্থা বাংলাবাড়ি বেলজিয়াম এর অর্থায়নে মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের যৌথ অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) মৈষকুম ওসমান সরওয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু শামীম।
        ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নাহার, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও মৈষকুম ওসমান সরওয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা কাজী এম আবদুল্লাহ আল মামুন, উপদেষ্টা জাফর আলম, ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর কনসালটেন্ট তৌহিদ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খান, মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওসমান গনি, মো. ছৈয়দ আলম, মোস্তফা কামাল, মোহাম্মদ আবদুল্লাহ, সরওয়ার কামাল, মৈষকুম ওসমান সরওয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলম সওদাগর, সহ সভাপতি মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার, কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৈষকুম ওসমান সরওয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য স্বপন বড়ুয়া, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ হাবিব উল্লাহ সিকদার, সাবেক সভাপতি আবদুল জলিল, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদু শুক্কুর, নাইক্ষ্যংছড়ি হর্টি কালচার সেন্টারের হিসাব রক্ষক প্রলয় কান্তি দে, মনিরঝিল ফিডার স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, ভিলেজার পাড়া ফিডার স্কুলের সভাপতি মো. ছানা উল্লাহ শাহীন, সমাজসেবক জসিম উদ্দিন বাবুল, এরশাদ উল্লাহ প্রমূখ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সিনিয়র শিক্ষক উম্মে সালমা ডেইজী। সাংস্কৃতিক প্রতিযোগিতা সঞ্চালনায় ছিলেন- পঞ্চম শ্রেণির ছাত্রী সাইফা রহমান ও আঁখি মনি।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক আরেফা আকতার, মার্জিয়া বেগম, জুরমী বড়ুয়া, শিউলী রানী দে, উম্মে সালমা, আবদুল হামিদ, প্রীতিলতা দেবী, কুলসুমা আকতার, আয়েশা ছিদ্দিকা, আসমাউল হোসনা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।    
        অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের সুস্থ-সবল জাতি হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। রামুর কাউয়ারখোপ এবং পাশর্^বর্তী কচ্ছপিয়া ইউনিয়নে বেসরকারি সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে অন্ধকারাচ্ছন্ন, অবহেলিত ও দূর্গম এসব এলাকাকে আলোকিত করেছে। এ দুটি বিদ্যালয়ে খেলাধুলার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি চর্চার বিষয়টি গুরুতে¦র সাথে পালন করা হয়। যা এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যত আরো উন্নত ও সমুজ্জ্বল করতে সহায়ক হবে।
         ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার জানান, প্রতিযোগিতায় মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের অভিভাবক, কর্মচারি, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা (ক্যাটাগরি-২) স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
         উল্লেখ্য রামুর কাউয়ারখোপ ইউনিয়নের দূর্গম এলাকা মৈষকুম এবং কচ্ছপিয়া ইউনিয়নের দূর্গম এলাকায় বাংলাবাড়ি বেলজিয়ামের অর্থায়নে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের অধিনে দুটি বেরসকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি ফিডার স্কুলে অবহেলিত জনপদের শিশুরা মানসম্মত শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে।

 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.